Fans rage against YouTuber journalist for harsh comments about East Bengal club
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: এক ইউটিউব চ্যানেলের করা ইস্টবেঙ্গল বিরোধী মন্তব্য নিয়ে এবার আসরে নামতে বাধ্য হল ক্লাব কর্তৃপক্ষ। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তেই লালহলুদ ক্লাবকে নিয়ে কড়া কুমন্তব্যের জন্য সেই ইউটিউবার সাংবাদিকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন সমর্থকরা। বেশ কয়েকটি থানায় অভিযোগও জানানো হয়েছে তাঁর বিরুদ্ধে। সমাজে বিভাজনের চেষ্টা করেছেন তিনি এমন অভিযোগ উঠেছে। এরই মধ্য ইস্টবেঙ্গল ক্লাবও সমর্থকদের কাছে অনুরোধ করল কোনওরকম প্ররোচনায় পা না দেওয়ার, সেই সঙ্গে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানিয়ে এক সাংবাদিক সম্মেলনও ডাকা হয়। সেখানে ইস্টবেঙ্গল ক্লাব জানায়, ‘ আমরা শুনতে পাচ্ছি, যারা আজকে এক ইউটিউবারের দরজা বন্ধ করবার উদ্যোগ নিয়ে রাস্তায় নামতে চাইছে, সেই সব সমর্থকদের প্রতি বিনীত অনুরোধ, তিনি আইন শৃঙ্খলাকে নিজের হাতে নিয়ে ক্রীড়া জগতের সমস্ত ক্লাব এবং মানুষদের রাজনৈতিক পোশাক পরাতে চাইছেন, হয়তো নিজের স্বার্থসিদ্ধির জন্য I ক্লাবের সমর্থকের অনুরোধ, আপনারা আইন শৃঙ্খলা হাতে নেবেন না I এই প্ররোচনায় পা দেবেন না I আগামী দিন অপেক্ষায় থাকি, ময়দান নিজের ভঙ্গিমাতেই এই যুদ্ধে উত্তীর্ণ হবে I ‘