East Bengal drew with Paro FC in Bhutan
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ভুটানে গিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ থেকে পয়েন্ট নিয়ে ঘরে ফিরছে ইস্টবেঙ্গল ক্লাব। একটা সময় পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ম্যাচ ড্র করেই মাঠ ছাড়ল লালহলুদ শিবির। কোচের হটসিটে বসার পর এই প্রথম ড্রয়ের মুখ দেখলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। ম্যাচের শুরুতেই সাউল ক্রেসপোর বাড়ানো বল থেকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন মাদিহ তালাল। এরপরই ভুটানের দলকে সমতায় ফেরান উইলিয়াম ওপোকু, যিনি অতীতে ভারতে খেলেছেন। প্রথমার্ধের শেষ লগ্নে হঠাৎই স্পিড বাড়িয়ে কাউন্টার অ্যাটাক থেকে গোল তুলে আনেন পারো এফসির স্ট্রাইকার আসন্তে। দ্বিতীয়ার্ধে অবশ্য দিমিত্রিয়স দিয়ামানতাকোস লালহলুদকে সমতায় ফেরান। নন্দকুমারের পাস থেকে দুরন্ত শটে গোল করে যান এই গ্রিকের স্ট্রাইকার।