East Bengal is going to play in the preliminary stage match of AFC Champions League 2 on Wednesday
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: বুধবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর প্রিলিমিনারি স্টেজের ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল। লালহলুদের প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের ক্লাব অলটিন আসির। এই ম্যাচ জিততে পারলে এএফসির প্রতিযোগিতায় খেলার দিকে কিছুটা ভালো জায়গায় থাকবে লালহলুদ বাহিনী। গতবার সুপার কাপ জয়ের সুবাদে এএফসির এই প্রতিযোগিতায় খেলার সুযোগ পায় ক্লেইটন সিলভা, নন্দকুমাররা। ম্যাচের আগের দিন সন্ধ্যায় অনুশীলনে ফুটবলারদের দিয়ে মাঠে ফিজিকাল অনুশীলনের থেকে বেশি তাঁদের ভিডিয়ো ক্লাস করালেন কোচ কুয়াদ্রাত। প্রতিপক্ষ দলের আক্রমন এবং উইংগারদের দৌড় যাতে আটকানো যায়, সেই বিষয় নিয়ে বেশিক্ষণ পড়লেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ। আসলে এটা ঘরের মাঠে ম্যাচ, ফলে হোম অ্যাডভান্টেজ ভালোভাবেই লাগাতে মরিয়া রয়েছেন কুয়াদ্রাত। দিমি এবং ক্লেইটনকে সামনে রেখে পিছনে সাউল এবং মাদিহ তালাল খেলবেন। ডিফেন্সে থাকবেন হিজাজি মাহের।