East Bengal beat Bashundhara Kings 4-0
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: বসুন্ধরা কিংসের বিরুদ্ধে বড় জয় পেল ইস্টবেঙ্গল। ভুটানের থিম্পুতে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে ৪-০ গোলে বসুন্ধরাকে হারিয়ে জয়ের সরণীতে ফিরল লালহলুদ শিবির। ফিরল তাঁরা রাজার মতোই। তবে এই পারফরমেন্সই তাঁদের বজায় রাখতে হবে আইএসএলও । কারণ সেখানে তাঁরা ৬ ম্যাচ থেকে পয়েন্টের খাতায় খুলতে পারেননি। ইস্টবেঙ্গল ভুটানে গিয়ে জিতলেও অবশ্য ক্লেইটনের খেলা আবারও মনে ধরল না লালহলুদ জনতার। ইস্টবেঙ্গলের হয়ে গোলগুলো করেন দিয়ামানতাকোস, সাউল ক্রেসপো, সৌভিক চক্রবর্তী এবং আনোয়ার আলি। ম্যাচ শুরুর ৩৩ সেকন্ডের মধ্যেই দিয়ামানতাকোসের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এএফসি প্রতিযোগিতায় মাত্র ৩৩ সেকন্ডেই গোল একটা রেকর্ড।