East Bengal will play their next AFC Challenge League match in Thimpu on Tuesday.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার থিম্পুতে এএফসি চ্যালেঞ্জ লিগের পরের ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে ভুটানের ক্লাব পারো এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল লালহলুদ শিবির। তাই মঙ্গলবারের ম্যাচ লালহলুদের কাছে মাস্ট উইন। তাঁদের প্রতিপক্ষ বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস। গতবার এএফসি কাপে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়েছিল বাংলাদেশের এই ক্লাব। আর দ্বিতীয়ত ইস্টবেঙ্গলের যিনি বর্তমান কোচ তিনিই কয়েক মাস আগে পর্যন্ত ছিলেন বসুন্ধরা কিংসের কোচের পদে। ফলে পুরনো দলের সব ফুটবলারকেই হাতের তালুর মতোই চেনেন লালহলুদের নয়া হেডস্যার। মঙ্গলবারের ম্যাচ থেকেই তাই জয়ের সরণীতে ফিরতে মুখিয়ে দিয়ামানতাকোসরা।