Double red card, East Bengal stopped Mohammedan playing with 9 men
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ম্যাচের শুরুতেই সাত মিনিটের মাথায় মহেশ হলুদ কার্ড দেখেছিলেন। তখনও বোঝা যায়নি, সতর্কতামুলকভাবে দেখানো সেই হলুদ কার্ডকে পাত্তাই দেবেন না তিনি। কারণ ২৯ মিনিটে নন্দকুমার শেখর হাত চালান মহমেডানের ফুটবলার অমরজিত সিং কিয়ামকে লক্ষ্য করে। তাতেই রেফারি হরিশ কুণ্ডু তাঁকে সরাসরি লালকার্ড দেখিয়েছিলেন। এরপর নন্দকুমারের হয়ে সওয়াল করে গিয়ে সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে থাকেন মহেশ। সেই অবদি ঠিকই ছিল, কিন্তু এরপরই তিনি অতি উৎসাহিত হয়ে এবং রাগের বশে মাঠের ভিতর বোতলে লাথি মারেন। আর তাতেই রেফারি অসন্তুষ্ট হয়ে তাঁকে লালকার্ড দেখান। অর্থাৎ দ্বিতীয় হলুদ। যদিও ৯জনে খেলেই ইস্টবেঙ্গল ডিফেন্ডাররা আটকে দিলেন ফ্র্যাঙ্কা, মানজোকিদের মহমেডানকে।