The Spanish coach brought back a different confidence among the footballers.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: চলতি বছরের শুরুটা যেমন ভালো গেছিল ইস্টবেঙ্গল ক্লাবের, শেষটাও মোটের ওপর ভালোই হল লালহলুদ শিবিরের। দলে নতুন কোচ আসার সঙ্গেই সঙ্গেই ইস্টবেঙ্গলের খেলায় আমল বদল এসেছে। অস্কার ব্রুজোর টাচে বদলে যায় দলের চিত্র, খেলার ধরণ। ফুটবলারদের মধ্যে আলাদা একটা আত্মবিশ্বাস ফিরিয়ে আনেন এই স্প্যানিশ কোচ। শুক্রবারই এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ স্টেজের বাধা টপকানোর পর কলকাতায় পৌঁছায় লালহলুদ ফুটবলাররা। এরপর তাঁরা সরাসরি মাঠে চলে যান। সেখানে গিয়ে নিয়ম মতো ক্লাবের পতাকা উত্তোলন করা হয়। ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি মুরারিলাল লোহিয়াসহ কর্তা, ফুটবলারদের উপস্থিতিতে ক্লাবের পতাকা উত্তোলন হয়।