East Bengal fans are upset with Quadrat’s behaviour
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: কলকাতা লিগে বহুবছর পর জয়ের সামনে রয়েছে ইস্টবেঙ্গল দল। কিন্তু সিনিয়র দলের কোচের কারণে মহমেডানের বিরুদ্ধে ফুল টিমই কার্যত নামাতে পারলেন না কলকাতা লিগের কোচ বিনো জর্জ। শোনা যাচ্ছে মহমেডান ম্যাচের আগের দিন টানা জেসিনকে অনুশীলন করতে হয় দুটি ইস্টবেঙ্গল দলের সঙ্গে, ফলে স্বাভাবিকভাবেই ক্লান্ত ছিলেন তিনি। এছাড়াও কুয়াদ্রাত নাকি ফতোয়া জারি করেছেন, সিনিয়র দলের ফুটবলারদের টানা কলকাতা লিগে খেলানো যাবে না। যার ফলে মহমেডানের বিপক্ষেও সব ফুটবলারকে ৯০ মিনিট খেলাতে পারেননি বিনো জর্জ। ফলও হাতে নাতে পেয়েছে ইস্টবেঙ্গল, ম্যাচ তাঁরা ২-২ ড্র করে। চ্যাম্পিয়নশিপের লাস্ট ল্যাপে কার্যত এসে যাওয়ার পর, কলকাতা লিগ নিয়ে কুয়াদ্রাতের এমন মনোভাব পছন্দ হচ্ছে না সমর্থকদের।