Rahul Todi resigned as the vice president of East Bengal.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: শ্রাচী গ্রুপ কয়েকবছর আগেই ইস্টবেঙ্গল ক্লাবের ক্রিকেট দলের ইনভেস্ট হয়ে এসেছিলেন। এরপর তাঁরা বিনিয়োগ করেন ফুটবল দলেও। চলতি বছরে আইএসএলে মহমেডান স্পোর্টিং ক্লাব ওঠার পর তাঁরা মহমেডান ক্লাবেরও সঙ্গেও যুক্ত হন। এরপরই লালহলুদের সহ সভাপতির দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেন রাহুল টোডি। ইস্তফা দিলেন আরেক সহসভাপতি তমাল ঘোষও। তমাল বর্তমানে শ্রাচী গ্রুপের চেয়ারপার্সন, আর রাহুল টোডি এই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর। তাঁরা জানিয়েছেন আগামী দিনে যখন সময় গড়়াবে তত মহমেডান ক্লাবকে নিয়ে ভাবতে হবে, আর তাঁদের দায়িত্বও অনেকটা বাড়বে। সেই কারণেই ইস্টবেঙ্গলের পদ থেকে অব্যাহতি নিলেন তাঁরা।