Taiwan was shaken by the earthquake, a tsunami warning was issued
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ১৯৯৯ সালের পর আবারও ভয়াবহ ভূমিকম্প হলো তাইওয়ানে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৩। তীব্রতার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো তাইওয়ান। স্থানীয় সময় বুধবার সকাল ৭টা ৫৮ মিনিটে তাইওয়ানের রাজধানী তাইপেই-তে ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে এবং ভূপৃষ্ঠের ৩৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে।ভূমিকম্পের পরই সুনামির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ জাপান এবং ফিলিপিন্সের কিছু অংশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ভূমিকম্পের ফলে একাধিক বাড়ি ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বহুতল। হতাহতের খবর সেভাবে না পাওয়া গেলেও আশঙ্কা করা হচ্ছে অনেকে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে থাকতে পারেন।
২৫ বছর আগে ১৯৯৯ সালের সেপ্টেম্বর মাসে তাইওয়ানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। তাতে প্রায় তিন হাজারের কাছাকাছি মানুষের মৃত্যু হয়।