Not a big festival, but a small puja will be held at Mallik’s house
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: এবারে দুর্গাপুজোটা অন্যান্যবারের মতো করবেন না বলেই জানিয়ে দিলেন অভিনেতা রঞ্জিত মল্লিক। বরাবরই ভবানিপুরের মল্লিক বাড়িতে জাকজমকপূর্ণভাবেই পুজো হয় দুর্গা ঠাকুরের। দেশ বিদেশ থেকে অতিথিরা এসে থাকেন, পাঁচদিনের পুজোর শেষে সিন্দুর খেলা নিয়েও থাকে মল্লিক বাড়ির আকর্ষণ। কিন্তু রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এবারে স্রেফ ছোট করে পুজো করার ভাবনায় রয়েছেন রঞ্জিত মল্লিক। কোয়েল মল্লিকের বাবা জানিয়েছেন, এবারে বড় করে উৎসব করবেন না তাঁরা। ছোট করেই পুজো করা হবে মল্লিক বাড়িতে। আরজি কর কাণ্ডে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় এমনই সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ জানালেন রঞ্জিত মল্লিক।