Puja donations have increased, so the crowd is increasing at Kumortuli
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আগের বছরই সরকারের তরফে প্রতিটি পুজো কমিটিকে ৭০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। এ বছর তার পরিমাণ বেড়ে হয়েছে ৮৫ হাজার। দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী কলকাতায় পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে এই ঘোষণা করেন। এই ঘোষণার পর থেকেই জেলার উদ্যোক্তাদের ভিড় জমছে কুমোরটুলিতে।
পুজো আসতে আর বেশি সময় নেই। ঠাকুর তৈরির বায়না আগেভাগে দিয়ে দিতে হয়। এ বছর দুর্গাপুজোয় সরকারি অনুদানের পরিমাণ বেড়েছে ১৫ হাজার টাকা। পুজোর আয়োজন আরও জমকালো করতে জেলার অনেকেই এ বার কুমোরটুলির প্রতিমার দিকে ঝুঁকছেন। বজবজ, মেদিনীপুর, পাঁশকুড়া, চুঁচুড়া, ২৪পরগনা, ঝাড়গ্রাম, বারাসত, হাওড়া থেকেও প্রতিমার বায়না নিয়ে আসছেন উদ্যোক্তারা। কেউ কেউ আবার সরাসরি ফোনেই বায়না দিয়ে দিচ্ছেন।
এক ধাক্কায় এ বছর তার অনুদানের পরিমাণ বেড়ে হয়েছে ৮৫ হাজার। দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী কলকাতায় পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে এই ঘোষণা করেন। আরও জানান, রাজ্যের প্রায় ৪৩ হাজারের বেশি পুজো কমিটিকে এই অনুদান দেওয়া হবে। সেই সঙ্গে বিদ্যুতের বিলেও মোটা ছাড়ের ঘোষণা করা হয়।
এই ঘোষণার পরেই কুমোরটুলিতে জেলার উদ্যোক্তাদের আনাগোনা বেড়েছে।তাই গত কয়েক বছর কুমোরটুলি থেকে হাতে গোনা কিছু প্রতিমা জেলায় গেলেও এ বছর সেই সংখ্যা অনেকটাই বেশি হতে চলেছে বলে মনে করছেন শিল্পীরা। জেলায় কুমোরটুলির প্রতিমার চাহিদা বাড়লেও নতুন করে সব বায়না নিতে পারছেন না বলেই জানাচ্ছেন মৃৎশিল্পীদের একাংশ। কারণ হিসেবে জানাচ্ছেন আবহাওয়ার খামখেয়ালিপনা এবং পুরোনো উদ্যোক্তাদের বায়নায় কাজ শেষ করার লক্ষ্যে নতুন উদ্যোক্তাদের বায়না এলেও এখন আর সব নেওয়া সম্ভব নয় বলে জানাচ্ছেন মৃৎশিল্পীদের একাংশ।