Why is it called “Barwari Puja”? When did Barwari Durga Puja start? Read then.
রাজ্য
মুনমুন রায়, প্রতিনিধি :সামনেই বাঙালির সবচেয়ে বড়ো উৎসব, সবচেয়ে প্রিয় উৎসব দূর্গা পুজো। আর এই পুজো ঘিরে তৈরি হয় অনেক রকমের প্ল্যানিং। পুজোর নতুন জামা থেকে শুরু করে পুজোর খাওয়া-দাওয়া। আর সবচেয়ে বড়ো লিস্ট টি হোলো প্যান্ডেল হপিং। বর্তমানে কলকাতায় দুই হাজারেরও বেশি বারোয়ারি পুজো হয়। তাই মহালয়ার আগে থেকেই শহরের প্রথম সারির পুজো গুলির উদ্বোধন শুরু হয়ে যায়।
কিন্তু বাংলায় এই বারোয়ারি শুরু কবে? কি করে এই বারোয়ারি পুজো শুরু হয়েছিল? বারোয়ারি বলতে বোঝায় বাঙালি হিন্দুদের সর্বজনীন পূজা বা উৎসব। শব্দটি মূলত পশ্চিমবঙ্গে প্রচলিত। “বারোয়ারি” শব্দটির উৎপত্তি “বারো” ও “ইয়ার” (বন্ধু) শব্দদুটি থেকে।১৭৬১ সালে হুগলির গুপ্তিপাড়ায় বারো জন ব্রাহ্মণ বন্ধু একটি সর্বজনীন পূজা করবেন বলে মনস্থ করেন। প্রতিবেশীদের থেকে চাঁদা তুলে আয়োজিত হয় সেই পূজা। এইভাবেই বাংলায় যে সর্বজনীন পূজানুষ্ঠানের সূচনা হয় তা লোকমুখে “বারোয়ারি পূজা” নামে জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু শহর কলকাতায় সেই বারোয়ারি পূজো শুরুহয় ১৯১০ সালে। ১৯১০ সালে ভবানীপুরের বলরাম বসু ঘাট রোডে ভবানীপুর সনাতন ধর্মোৎসাহিনী সভার পক্ষ থেকে প্রথম বারোয়ারি দুর্গাপুজোর আয়োজন করা হয়েছিল।
প্রথম দিকে, দুর্গাপূজা কেবল কলকাতার ধনী বাবুদের বাড়ি গুলোতেই হত। কিন্তু বারোয়ারি পূজা চালু হওয়ার পর দুর্গাপূজো একটি গণউৎসবে পরিণত হয়।
বর্তমান যুগে ‘বারোয়ারি’ শব্দটির পরিবর্তে অনেক ক্ষেত্রেই ‘সর্বজনীন’ বা ‘সার্বজনীন’ শব্দদুটি ব্যবহৃত হতে দেখা যায়। বাড়ির পূজোয় বহিরাগতদের প্রবেশাধিকার থাকলেও এই পূজো মূলত পারিবারিক বা ব্যক্তি উদ্যোগে হয়ে থাকে। কিন্তু বারোয়ারি পূজো পুরোটাই গণ উদ্যোগে চাঁদা তুলে করা হয়।
বিংশ শতাব্দীর প্রথম ভাগে কলকাতায় বারোয়ারি দুর্গাপূজার সূচনা ঘটে। অবশ্য কৃষ্ণনগর ও চন্দননগরে বারোয়ারি জগদ্ধাত্রী পূজা অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতেই জনপ্রিয়তা লাভ করেছিল। ১৯১০ সালে ভবানীপুরের বলরাম বসু ঘাট রোডে ভবানীপুর সনাতন ধর্মোৎসাহিনী সভার পক্ষ থেকে বারোয়ারি দুর্গাপূজা আয়োজিত হয়। এই পূজোটি আজও হয়ে আসছে। এরপর ১৯১১ সালে শ্যামপুকুর আদি সর্বজনীন, ১৯১৩ সালে শ্যামবাজারের শিকদারবাগান, ১৯১৯ সালে নেবুবাগান অর্থাৎ বর্তমান বাগবাজার সর্বজনীন এবং ১৯২৬ সালে সিমলা ব্যায়াম সমিতির বারোয়ারি দুর্গাপূজা শুরু হয়।