Mohun Bagan Super Giants are entering the field in their second match in the Durand Cup on Thursday.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার ডুরান্ড কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে মোহনবাগান সুপার জায়ান্টস। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবারেও অভিযান শুরু করেছিল জয় দিয়েই। এই ম্যাচ জিতলেই তাঁদের পরের রাউন্ড নিশ্চিত হয়ে যাবে, কারণ ইতিমধ্যেই ডাউনটাউন হিরোজকে হারিয়েছে বাগান, এবার তাঁদের সামনে ইন্ডিয়ান এয়ার ফোর্স। এদিকে ইস্টবেঙ্গল দলও এই দুই দল অর্থাৎ এয়ার ফোর্স এবং ডাউনটাউনকে হারিয়েছে, ফলে মোহনবাগান এই ম্যাচ জিতলেই গ্রুপ থেকে দুটি দলই নকআউটে চলে যাবে, যদিও ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের গ্রুপ লিগের ডার্বি ম্যাচ বাকি থাকবে,তবে সেই ম্যাচ কারোরই মাস্ট উইন হবে না, বরং পুরোটাই হবে নিয়মরক্ষার। এয়ার ফোর্সের বিপক্ষে কামিন্সকে নামানো হতে পারেন, টম আলদ্রেদও খেলবেন। দুই বিদেশিকে রেখেই দল সাজাতে পারেন মোলিনা।