Ishaan Kishan gave a great performance in the Duleep Trophy match.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: দলীপ ট্রফির ম্যাচে দুরন্ত পারফর্মেন্স করলেন ইশান কিষান। দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে রয়েছেন এই বাঁহাতি ওপেনার। ঝাড়খণ্ডের এই ক্রিকেটার গতবার ওডিআই বিশ্বকাপে খেললেও এরপর কিছুটা জেদ দেখাতে গিয়েই ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন। ঘরোয়া ক্রিকেটে না খেলায় কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন। এরপর আর তাঁকে দলে নেয়নি বিসিসিআই। শেষ পর্যন্ত দলীপ ট্রফিতে সুযোগ পেলেও গত ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি তিনি। অবশেষে ভারতীয় সি বনাম ভারতীয় বি দলের ম্যাচে নেমেই শতরান করে নজর কাড়লেন ইশান। করলেন অনবদ্য ১১১রান। সেই সঙ্গেই লালবলের ক্রিকেটে প্রত্যাবর্তনেই তাক লাগিয়ে দিলেন ঝাঁড়খণ্ডের এই তারকা ক্রিকেটার। উইকেটরক্ষক হিসেবে তিনিও যে ভারতীয় দলে ঢোকার দাবিদার সেটা বুঝিয়ে দিলেন ইশান।