Danger of unrest around Droh Carnival! Big step of Kolkata Police
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। সেই মতো আজ কলকাতার রেড রোডে আয়োজিত হবে দুর্গাপুজো কার্নিভাল। একইদিনে আবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে ডাক্তারদের তরফ থেকে দ্রোহ কার্নিভালের ডাক দেওয়া হয়েছে। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে এই কার্নিভালের ডাক দেওয়া হয়েছে। একইদিনে দুই কর্মসূচি। জানা যাচ্ছে, অশান্তির আশঙ্কা করছে কলকাতা পুলিশ।
বিগত কয়েক বছর ধরে দুর্গাপুজোর পর কার্নিভালের আয়োজন করছে রাজ্য সরকার। কলকাতার পাশাপাশি রাজ্যের নানান জেলায় এই কার্নিভাল আয়োজিত হয়। বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর তরফ থেকে ‘কালচারাল হেরিটেজ’ তকমা পাওয়ার পর থেকেই এই কার্নিভাল শুরু হয়েছে। তবে চলতি বছর ব্যাপারটা আলাদা। এবার পুজোর মধ্যে মিশে রয়েছে বিষাদের সুর।
আজ অশান্তি এড়ানোর জন্য ধর্মতলার আশেপাশে জমায়েত নিষিদ্ধ করে দেওয়া হল। আজ সকালে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে অন্তত ৭টি জায়গায় জমায়েত নিষিদ্ধ করার কথা বলেছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা।ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হল বলে জানানো হয়েছে।
কলকাতার পুলিশ কমিশনারের বিজ্ঞপ্তি অনুসারে, রানী রাসমণি রোড, নিউ রোড, ওয়াই চ্যানেল, আউটরাম রোড, মেয়ো রোড, জওহরলাল নেহেরু রোড, অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, স্ট্র্যান্ড রোড, কুইনস ওয়ে-র বেশ কিছু রাস্তায় জমায়েতে ‘না’ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদে বলা হয়েছে।