National Security Advisor Ajit Doval met with Russian President Putin.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: একদিকে অজিত ডোভাল। উল্টোদিকে ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা সরাসরি রাশিয়ায় পৌঁছে দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
বৃহস্পতিবার ভারত-রাশিয়ার কূটনৈতিক সম্পর্কের এক বড় মাইলস্টোনের সাক্ষী থাকল বিশ্ব। বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর ইউক্রেন সফর নিয়ে পুতিনকে জানান ডোভাল। তারপরেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী মাসে কাজানে ব্রিকস সম্মেলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তাব দেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতির সময় এই পদক্ষেপের ফলে ভারত আন্তর্জাতিক স্তরে এক মধ্যস্থতাকারী হিসাবে নিজের অবস্থান তুলে ধরছে। বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভালের সঙ্গে বৈঠকে পুতিন এই প্রস্তাব দেন।
পুতিন-ডোভাল বৈঠকের প্রায় তিন সপ্তাহ আগেই প্রধানমন্ত্রী মোদী ইউক্রেনের রাজধানী কিভ সফরে গিয়েছিলেন। সেখানে রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করেন। এদিকে ২২-২৪ অক্টোবর রাশিয়ার কাজান শহরে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনে অংশ নিতে পারেন প্রধানমন্ত্রী মোদী।