Trump is looking forward to meeting Modi
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আগামী ২১ সেপ্টেম্বর আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিন দিনের সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজিত বার্ষিক কোয়াড সামিটে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী। এছাড়া এই বৈঠকে অংশ নেবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং জাপানি ফুমিও কিশিদাও। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভাষণ দেওয়ার কথাও রয়েছে মোদির। তার মধ্যেই মিশিগানের নির্বাচনী প্রচারে গিয়ে ট্রাম্প বলেন, মোদির মার্কিন সফর চলাকালীনই বৈঠকে বসবেন দুই নেতা।
যদিও এখনও পর্যন্ত মোদীর আসন্ন আমেরিকা সফরে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিয়ে সরকারি ভাবে মুখ খোলেনি বিদেশ মন্ত্রক। তবে কূটনৈতিক শিবিরের মতে, ট্রাম্পের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।
নিজের দেশে ভোটের আগে মোদীর সঙ্গে দেখা করে আমেরিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে সংযোগ বাড়াতে চাইবেন ট্রাম্প, এমনটাই মনে করা হচ্ছে। কিন্তু ট্রাম্পের সঙ্গে দেখা করে নয়াদিল্লির কী কূটনৈতিক উদ্দেশ্য সিদ্ধ হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে।
জানা যাচ্ছে, ২২ তারিখ নিউ ইয়র্কে ভারতীয় বংশোদ্ভূত ও অনাবাসী ভারতীয়দের সভায় যোগ দেবেন মোদী। পরের দিন রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলন চলাকালীন ‘সামিট অব দ্য ফিউচার’ শীর্ষক আলোচনায় বক্তৃতা দেবেন মোদী। কথা বলবেন আমেরিকার শীর্ষ বাণিজ্যিক সংস্থাগুলির সিইও-দের সঙ্গে।