Trump has named Susie Wiles as White House Chief of Staff.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প জেতার পরে, হোয়াইট হাউসে চিফ অফ স্টাফ হিসেবে এই প্রথম কোনও মহিলা দায়িত্ব নিতে চলেছেন। এই পদে সুসি ওয়াইলসের নাম ঘোষণা করেছেন ট্রাম্প। তাঁর নির্বাচনী প্রচারাভিযানের প্রধান ছিলেন সুসি। আমেরিকার রাজনীতিতে এই প্রভাবশালী ভূমিকায় সুসিই প্রথম মহিলা।ট্রাম্পের একেবারে ঘনিষ্ঠ বৃত্তের যে কয়েকজন কর্মী ও সঙ্গী রয়েছেন, তাঁদের মধ্যে সুসি ওয়াইলস অন্যতম। অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ এবং দারুণভাবে পরিকল্পিত নির্বাচনী প্রচার অভিযানের জন্য ইতিমধ্যেই সব মহলে প্রশংসিত তিনি। তাঁর নাম আগে থেকেই ছিল চর্চায়। মনে করা হয়েছিল, ট্রাম্প জিতলে গুরুত্বপূর্ণ কোনও পদ পেতে পারেন সুসি।সেটাই ঘটল বৃহস্পতিবার। তাঁর নাম ঘোষণা হল আসন্ন চিফ অফ স্টাফের পদে। এমনিতে সুসি ক্যামেরার পিছনে থেকেই কাজ করতে স্বচ্ছন্দ। গত কয়েক মাসে লোকচক্ষুর সামনে প্রায় আসেনইনি। এমনকী বুধবার সকালে ট্রাম্প যখন তাঁর বিজয় উৎসব পালন করছিলেন, তখনও তিনি মাইকের সামনে আসতে চাননি।