Kolkata’s Joy Bhattacharya is the ‘Health Director’ of the Trump administration
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরপ্রশাসনে গুরুত্বপূর্ণ পদে বসতে চলেছেন এক বাঙালি। কলকাতা থেকে উঠে আসা জয় ভট্টাচার্যকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থ (এনআইএইচ)-এর নতুন অধিকর্তা হিসেবে নিয়োগের জোর সম্ভাবনা তৈরি হয়েছে। ৫৬ বছর বয়সি জয় ভট্টাচার্য একজন প্রখ্যাত স্বাস্থ্যবিদ এবং অর্থনীতিবিদ। তাঁর জন্ম কলকাতায় হলেও, কর্মজীবনে তিনি আমেরিকায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন। বর্তমানে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এবং ন্যাশনাল ব্যুরো অফ ইকনমিক রিসার্চের সঙ্গেও যুক্ত। জয় শুধু এমডি ডিগ্রিধারীই নন, স্ট্যানফোর্ড থেকে অর্থনীতিতে পিএইচডিও করেছেন, যা তাঁকে স্বাস্থ্যনীতির ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে।আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তাঁর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের কাজ এখন থেকেই শুরু হয়ে গেছে। আমেরিকার সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে উঠে এসেছে যে, এনআইএইচ-এর মতো একটি প্রভাবশালী প্রতিষ্ঠানের দায়িত্ব জয় ভট্টাচার্যের হাতে তুলে দেওয়া হতে পারে।নিয়োগ পেলে এটি শুধু তাঁর ব্যক্তিগত কৃতিত্ব নয়, বরং ভারতীয় তথা বাঙালি সম্প্রদায়ের জন্য গর্বের বিষয়।