Donald Trump won’t fight again if he loses this time
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে এবার যদি পরাজিত হন, তাহলে আর পরের বার লড়বেন না, জানিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। অতীতে দুবার এই পদে প্রতিদ্বন্দিতা করেছেন ট্রাম্প। একবার জিতেছেন, পরের বার হেরেছেন জো বাইডেনের কাছে। এবার তাঁর লড়াই ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের কাছে। যিনি ক্ষমতাবলে ট্রাম্পের তুলনায় কম হলেও, লড়াইয়ে মোটেই এক ইঞ্চি জমি ছাড়ছেন না। একই সঙ্গে কমলা যদি এই পদে জিততে পারেন তাহলে মহিলা হিসেবে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার বিরল নজির গড়বেন তিনি। এই আবহেই এবার কমলাও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে। দ্বিতীয়বার মুখোমুখি বিতর্কে ট্রাম্পকে বসতে বলেছেন হ্যারিস, যদিও তাতে ট্রাম্প রাজি হননি।