Doctors call for nationwide strike over RG Kar murder case
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (ফোরডা) কলকাতার হাসপাতালে একজন তরুণ ডাক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আরজি কর মেডিক্যাল কলেজের বাসিন্দাদের সাথে সংহতি জানিয়ে সোমবার, ১২ আগস্ট হাসপাতালগুলিতে পরিষেবা বন্ধ করার ঘোষণা করেছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে ১২ এবং ১৩ অগাস্ট দেশব্যাপী বিক্ষোভ সংগঠিত করার ডাক দিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন। উল্লেখযোগ্যভাবে, জরুরী পরিষেবা এর আওতাধীন নয়।
ভারতের ছাত্র ফেডারেশন পাঁচটি দাবি পেশ করেছে। সেগুলি হল: আরজি কর মেডিকেল কলেজের বাসিন্দাদের দাবি মেনে নিতে হবে এবং দ্রুত পদক্ষেপ নিতে হবে; একটি নিশ্চয়তা থাকতে হবে যে প্রতিবাদী ডাক্তারদের উপর কোন পুলিশি বর্বরতা বা মারধরের ঘটনা ঘটবে না এবং তাদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকারকে সম্মান করা হবে; দ্রুত বিচার করতে হবে এবং নিহতের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে; কেন্দ্রীয় সরকারকে অবশ্যই সমস্ত হাসপাতালে স্বাস্থ্যসেবা কর্মীদের নিরাপত্তার জন্য একটি বাধ্যতামূলক প্রোটোকল প্রকাশ করতে হবে এবং কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করতে হবে; এবং সেন্ট্রাল হেলথ কেয়ার প্রোটেকশন অ্যাক্টকে দ্রুত অনুমোদনের জন্য মেডিক্যাল কমিউনিটি এবং অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে হবে।
এই বিষয় এসএফআই’এর সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস বলেছেন, ”যোগী রাজের সাথে মমতা রাজের কোনো পার্থক্য নেই নারী নিরাপত্তার প্রশ্নে। কর্মরত মহিলা ডাক্তারকে হাসপাতালের ভেতর ধর্ষণ করে খুন করা হচ্ছে এখানে। উত্তর প্রদেশেও ভয়ংকর ঘটনার সাক্ষী থেকেছি আমরা। এর প্রতিবাদে আমরা ১২ এবং ১৩ তারিখ বিক্ষোভের ডাক দিয়েছি দেশব্যাপী”।