Dinesh Karthik’s decision to retire from cricket
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: শনিবার ছিল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিকের জন্মদিন। সেদিনই তিনি পাকাপাকিভাবে ব্যাট গ্লাভস তুলে রাখার কথা জানিয়ে দিলেন। আগেই জানিয়েছিলেন আরসিবির হয়ে এই মরশুমই তাঁর শেষ হতে চলেছে। সেই মতো রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে হারের পর তাঁর চোখে জলও দেখা গেছিল। কার্তিককে দলের বাকিরা অনুরোধ করেছিলেন খেলা চালিয়ে যাওয়ার জন্য, যদিও তিনি তা শোনেননি। অবশেষে নিজের জন্মদিনের দিনই আবেগঘন বার্তায় জানিয়ে দিলেন ক্রিকেটের সঙ্গে তাঁর এতদিনের সম্পর্ক শেষ হল ক্রিকেটার হিসেবে। এরপর নতুন ইনিংসে কমেন্টেটর বা অন্য কোনও ভূমিকায় দেখা যেতে পারে কার্তিককে। উল্লেখ্য এবারের আইপিএলে ফিনিশারের ভূমিকায় ভালোই খেলেছিলেন তিনি। চেষ্টা করেছিলেন আরসিবির টপ অর্ডাররে গাফিলতি ঢেকে দিতে। নতুন চ্যালেঞ্জ নিতে চান, তাই এই সিদ্ধান্ত বলে জানান দীনেশ কার্তিক।