Greek striker Dimitrios Diamantatos came to Kolkata to play for East Bengal.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ইস্টবেঙ্গলের হয়ে খেলতে কলকাতায় চলে এলেন গ্রিসের স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামানতাতোস। লালহলুদের এই নয়া বিদেশী গতবার আইএসএলে নজর কেড়েছিলেন। কেরল ব্লাস্টার্সের জার্সিতে গোল করেছিলেন দুই প্রধানের বিপক্ষেই। সেই স্ট্রাইকারকেই এবারে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। বহুদিন ক্লাবে জাতীয় লিগ নেই, সাম্প্রতিক সাফল্য বলতে সুপার কাপ। শনিবার মধ্যরাতেও তাই গ্রিসের এই স্ট্রাইকারকে আমন্ত্রণ জানাতে বিমানবন্দরে উপচে পড়েছিল লালহলুদ সমর্থকদের ভিড়, যা দেখে আবেগ আপ্লুত নয়া বিদেশী। যাওয়ার আগে সমর্থকরা বারবার তাঁর কাছে অনুরোধ করলেন ডার্বির। অনেক কথা শুনেছেন কলকাতার বড় ম্যাচের, কিন্তু এবারই প্রথম খেলবেন। প্রথম দিন কলকাতায় পা রেখেই তাই সমর্থকদের প্রত্যাশার চাপ অনুমান করা শুরু করে দিলেন আইএসএলের সর্বোচ্চ গোলদাতা।