Mohun Bagan owners have signed a contract with Dimitri Petratos, the lifeblood of Mohun Bagan, for another two years.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ইস্টবেঙ্গল ক্লাব যেদিন হেক্টর য়ুস্তের সঙ্গে চুক্তি করল, সেদিনই মোহনবাগান সমর্থকদের সুখবর দিলেন ক্লাব কর্তারা। আরও দুবছরের জন্য মোহনবাগানের প্রাণ ভোমরা দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে চুক্তি সেড়ে নিলেন বাগান কর্তারা। আসলে গত দুবার মোহনবাগানের সাফল্যের প্রধান কারিগরই তিনি। ২০২৩ আইএসএলে নকআউট চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান, সেবার বেঙ্গালুরুকে হারিয়ে বাগানের চ্যাম্পিয়ন হওয়ায় মুখ্য ভূমিকা ছিল পেত্রাতোসের। এরপর ২৩ সালেই ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন। চলতি বছরে আইএসএল লিগ শিল্ডও চ্যাম্পিয়ন হয় বাগান, এক্ষেত্রে সবুজ মেরুন শিবিরের সেরা বাজিই ছিলেন এই অস্ট্রেলিয়ান। তাই পেত্রাতোসের সঙ্গে আরও দুবছরের চুক্তি বাড়িয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট।