Dilip Ghosh attends Sunil Mondal’s birthday, And that’s where the speculation started.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: অর্জুন সিংয়ের পথেই কি হাঁটতে চলেছেন তৃণমুলের প্রাক্তন সাংসদ সুনীল মন্ডল? জল্পনা ছড়ালো তার বাড়িতে দিলীপ ঘোষের যাওয়াতে। দুবারের তৃণমূল সাংসদ গতবার নির্বাচনে জেতার পর হঠাৎই বিজেপির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েছিলেন। এরপর ফের তৃণমূলেই ফিরে আসে জোরাফুলে অনুপ্রাণিত হয়ে। এবার আগে ভাগেই তৃণমূল কংগ্রেস আর ঝুঁকি না নিয়ে তাকে টিকিট দেয়নি। সেখানে প্রার্থী করা হয়েছে ডক্টর শর্মিলা সরকারকে। তিনি এবারে তৃণমূলের পূর্ব বর্ধমানের প্রার্থী। দিলীপ ঘোষ নিজে মেদিনীপুর থেকে না দাঁড়িয়ে এবার দাঁড়িয়েছেন বর্ধমান – দুর্গাপুর কেন্দ্রে। নিজের সামলেছেন কঠিন চ্যালেঞ্জ। এরই মধ্যে সুনীল মন্ডলের জন্মদিনে উপস্থিত হন দিলীপ ঘোষ, আর তাতেই শুরু হয়েছে জল্পনা। যদিও অপর একটি কারণ অবশ্যই তৃণমূলের ভোট করানোর কৌশল। অর্থাৎ সুনীল মন্ডলের পাশের কেন্দ্র হওয়ায় দিলীপ ঘোষের কেন্দ্রের সব তথ্য জানেন তিনি। ফলে ভোট করানোয় কোন এলাকায় তৃণমূল কর্মীরা বেশি পারদর্শী, কিংবা কোথায় সংগঠন শক্তিশালী, সেই সব খুঁটিনাটি সুনীলের থেকে দিলীপ ঘোষ জেনে নিলেন বলে মনে করছে রাজনৈতকমহল।