Dilip Ghosh is coming in charge of Bengal BJP next. That’s why the opposition leader Subhendu, extended his hand to Dilip? Speculation is rife.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: পরবর্তী বঙ্গ বিজেপি দায়িত্বে আসছেন দিলীপ ঘোষ। সেই কারণে কি দিলীপের দিকে আগেই হাত বাড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? জল্পনা তুঙ্গে।
বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বাদল অধিবেশন চলাকালীন বিধানসভায় এসে পৌঁছায় বিজেপি নেতা দিলীপ ঘোষ। বাদল অধিবেশনের প্রথম পর্বের শেষে বিজেপির পরিষদীয় অফিসে অন্য এক চিত্র দেখতে পাওয়া গেল। সম্প্রতি রাজ্য বিজেপির যে একে অপরের সম্পর্কের কথা প্রকাশ্যে আসছিল সেই জায়গায় অবশ্যই আজকের ছবির বিরল বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
দিলীপ ঘোষের আজ জন্মদিন। তাই বিধানসভায় তাকে উত্তরীয় পরিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু কি তাই, শুভেন্দু অধিকারী মিষ্টি খাইয়ে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। থেমে ছিলেন না বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনিও শুভেন্দু অধিকারীকে জড়িয়ে মিষ্টি খাওয়ালেন।