Dilip Ghosh took charge as BJP observer of Tripura.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বাংলা নয়, এবার প্রতিবেশি রাজ্য ত্রিপুরার বিজেপি পর্যবেক্ষকের দায়িত্বে এলেন দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে পদহীন ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। যে দিলীপ ঘোষ বাংলায় বিজেপির নবজাগরণের অন্যতম নায়ক ছিলেন, সেই তিনিই নাকি সাইড হয়ে গেছেন এমন কথাও শোনা যায়। সেই দিলীপ ঘোষই এবার পেলেন নতুন দায়িত্ব। আসলে পাশ্ববর্তি রাজ্যেও সদস্য সংগ্রহ অভিযানে নামতে চলেছে বিজেপি। সেই দায়িত্বেই এবার পর্যবেক্ষক হিসেবে পাঠানো হচ্ছে দিলীপ ঘোষকে। এক্ষেত্রে তাঁর মেঠো কথাবার্তা ত্রিপুরার মানুষের মন জিতবে বলেই আশায় ভারতীয় জনতা পার্টি। যদিও রাজনৈতিক মহলের মত, দিলীপ ঘোষকে এখনও এরাজ্যে জায়গা পেতে দিলেন না দলীয় নেতারাই।