IFA asked the Diamond Harbor club to play the 14th October match
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ডায়মন্ড হারবার বনাম ইস্টবেঙ্গল ক্লাবের ম্যাচে পিছোবে না, চিঠি দিয়ে ডায়মন্ড হারবার ক্লাবকে জানিয়ে দিল আইএফএ। ১৪ অক্টোবর ম্যাচ হওয়ার কথা থাকলেও দাবি করা হয় ১৫ তারিখ পর্যন্ত ফুটবলারদের ছুটি দিয়ে দিয়েছে ডায়মন্ড হারবার। ফলে তাঁদের পক্ষে এই ম্যাচে খেলা সম্ভব নয়। পাল্টা আইএফএও জানিয়ে দিল, আগে থেকে তাঁদের বলে রাখা হয়নি যে ১৫ তারিখ পর্যন্ত খেলা দেওয়া যাবে না। আইলিগ তৃৃতীয় ডিভিশনের জন্য ডায়মন্ড হারবার এফসিকে ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ম্যাচের দিন বদল নিয়ে এখনই তাঁরা ভাবছেন না। আইএফএর তরফে ডায়মন্ড হারবার ক্লাবকে ওই দিনই ম্যাচ খেলার অনুরোধ জানানো হয়েছে।