Dhruv Jurel’s impeccable performance in India A team jersey
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে একাই লড়ে গেলেন ভারতীয় এ দলের ক্রিকেটার ধ্রুব জুরেল। চলতি বছরেই দেশের মাটিতে ইংল্যান্ড সিরিজে অভিষেক হয়েছিল তাঁর। সেই সিরিজে রান পেয়েছিলেন। তবে ঋষভ পন্ত দলে ফিরতেই তাঁকে বসতে হয়েছিল রিজার্ভে। তিনি ভারতীয় এ দলে আসতেই সুযোগের সদব্যবহার করে দিলেন। লোকেশ রাহুলরা যখন ডাহা ফেল করলেন, তখনই চার-ছয়ে সাজানো ৮০ রানের ঝকঝকে ইনিংস খেলে ভারতকে সম্মানজনক স্কোরে পৌঁছে দিলেন জুরেল। একই সঙ্গে তিনি বুঝিয়ে দিলেন মেলবোর্নের ফাস্ট পিচে ব্যাটিং করে, যে তিনি বাউন্সি ট্র্যাকে খেলার ক্ষেত্রেও যথেষ্ট উপযোগী একজন ক্রিকেটার। ফলে ভারতীয় টিম ম্যানেজমেন্টও মিডল অর্ডারে এক বিকল্প ক্রিকেটারের সন্ধান পেয়ে গেল।