Chennai Super Kings and Lucknow Super Giants face each other in the second leg of IPL on Tuesday.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার আইপিএলের দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং লখনউ সুপার জায়ান্টস। গত ম্যাচে লখনউতে গিয়ে হেরেছিল চেন্নাই। ফলে এই ম্যাচ ধোনিদের কাছে বদলার ম্যাচ। যদিও ধোনির কাছে এইসব বদলার বিষয় নেই। কারণ তিনি এসবের উর্ধ্বে। তবে রুতুরাজ গায়েকওয়ার বা রচীন রবীন্দ্রদের ভালো পারফরমেন্স করতে হবে । কারণ লাগাতার অফ ফর্ম রয়েছে কিউয়ি ওপেনারের। রুতুরাজ রান করেছেন ধীর গতিতে। রচীনের খারাপ ফর্মের চাপ তাঁর ওপর পড়ছে। গত ম্যাচে ১৭০ রানের বেশি টার্গেটও এক ওভার বাকি থাকতে তুলে নিয়েছিল এলএসজি। সৌজন্যে দুই ওপেনারের ফর্মে ফেরা। বহুদিন পর কুইন্টন ডি কক বেশ ছন্দে ছিলেন চেন্নাইয়ের বিপক্ষে। ফলে আওয়ে ম্যাচে তাঁর থেকে সেই পারফরমেন্স চাইবেন অধিনায়ক লোকেশ রাহুল। শেষ ম্যাচে বল হাতেল যশ ঠাকুররা ভালো খেললেও ধোনি নামতেই কিছুটা স্নায়ু চাপে ভুগিছিলেন। এবার চিপকে খেলা, ফলে দর্শকদের আরও সমর্থন থাকবে মাহির দলের প্রতি। তারই মধ্যে তরুণ ক্রিকেটারদের চাপমুক্ত রাখার চেষ্টায় রাহুল। দুই দলেরই সাত ম্যাচ থেকে পয়েন্ট ৮।