Kolkata Municipality is organizing Dev Diwali, 11 thousand lamps will be lit
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় বর্ষপূর্তিতে গঙ্গার পাড়ে আরও বড় করে দেব দীপাবলির আয়োজন করছে কলকাতা পুরসভা। এবার দু’হাজারেরও বেশি দর্শকের জন্য আসন থাকবে শহর কলকাতার বাজে কদমতলা ঘাটে। জ্বলবে এগারো হাজার প্রদীপ। আগামী ১৫ নভেম্বর কার্তিক পূর্ণিমা। সেইদিনই বিকেলে কলকাতার বাজে কদমতলা ঘাটে পালিত হবে দেব দীপাবলি।মেয়র পারিষদ তারক সিং জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হবে এই উৎসবে। যাঁরা আসন পাবেন না তারাও যাতে দেব দীপাবলি চাক্ষুষ করতে পারেন সেজন্য গঙ্গার পাড়ে বসানো হচ্ছে এলইডি স্ক্রিন। কলকাতা পুরসভা সূত্রে খবর, দেব দীপাবলির আগেই বাজে কদমতলা ঘাটে কুড়ি ফুট চওড়া কুড়ি ফুট লম্বা এলইডি স্ক্রিন বসাচ্ছে কলকাতা পুরসভা।
সূত্রের খবর, গতবছর ১৩ লক্ষ টাকা খরচ হয়েছিল দেব দীপাবলি উৎসব পালনে। এবারও খরচ তার আশপাশেই থাকতে পারে বলে জানিয়েছেন পুর আধিকারিকরা। ফি বছর দেব দীপাবলি উৎসব উপলক্ষে কার্তিক পূর্ণিমায় আকর্ষণীয় হয়ে ওঠে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির চত্বর। মনে করা হয়, এই পূর্ণিমার আগের একাদশী তিথিতে বিষ্ণু নিজের নিদ্রাভঙ্গ করেন। পূর্ণিমা তিথিতে তাই দেবলোকে পালিত হয় দীপাবলি উৎসব। বাজে কদমতলা ঘাটে এবছর দেব দীপাবলিতে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।