Dev is staying at the Artist Forum gathering to protest against the RG Kar case.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শনিবার সন্ধ্যায় টলিপাড়া সাময়িক স্তব্ধ। এ দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত গণ অবস্থানে শামিল হবেন ওয়েস্ট বেঙ্গল আর্টিস্ট ফোরামের সদস্যরা। কিশোরকুমারের মূর্তি সংলগ্ন এলাকাকে অবস্থানের জন্য বেছে নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, শনিবার সন্ধেবেলা আর্টিস্ট ফোরামের জমায়েতে হাজির থাকছেন দেব খোদ। সংবাদ মাধ্যমের কাছে, আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় খোদ এই খবরে সিলমোহর বসিয়েছেন। তিনিও এও জানিয়েছেন যে, দেবের পাশাপাশি রুক্মিণী মৈত্রও উপস্থিত থাকতে পারেন। তবে আর্টিস্ট ফোরামের এই প্রতিবাদী জমায়েতে সম্ভবত হাজির থাকতে পারছেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়রা। কারণ উভয়েই কর্মসূত্রে কলকাতার বাইরে। এদিকে চিরঞ্জিত চক্রবর্তী অসুস্থ। তবে এর জন্য মন থেকে তাঁরা যে এই প্রতিবাদের সঙ্গে রয়েছেন, এও জানা গিয়েছে। আর্টিস্ট ফোরামের অন্যতম গুরুত্বপূর্ণ পদে থাকা জিৎ থাকছেন কিনা সেটা জানা যায়নি।
দেবের বাবা গুরুপদ অধিকারী অসুস্থ। সূত্রের খবর, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। জানা গিয়েছে, চিকিৎসকের পরামর্শ মতো বিশ্রামে রয়েছেন তিনি। তারপরও পথে নামছেন দেব। দেব ইতিপূর্বেই তাঁর আগামী ছবি ‘খাদান’-এর টিজ়ার মুক্তি স্থগিত রাখেন। বিদেশ থেকে সমাজমাধ্যমে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনের বার্তা দেন। মৃতার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন সাংসদ-প্রযোজক-অভিনেতা।