High Court notice to actor and Trinamool MP Deepak Adhikari (Dev).
রাজ্য
আদালত সংবাদদাতা :ঘাটালের তৃণমূল সাংসদ অভিনেতা দেবকে নোটিস দিল কলকাতা হাই কোর্ট। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের করা ইলেকশন পিটিশন মামলায় নোটিস জারি আদালতের। শুক্রবার বিচারপতি বিভাস পট্টনায়কের নির্দেশ।
, ঘাটাল কেন্দ্রের ভোটের সমস্ত নথি, বৈদ্যুতিন নথি, ভিডিয়ো ফুটেজ সংরক্ষণ করতে হবে নির্বাচন কমিশনকে। আগামী ৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে নোটিশ দিয়ে জানাতে।
সিসিটিভি(CCTV) ফুটেজের ফরেনসিক অডিটের আর্জি জানানো হয়েছে। সেটা মামলার শুনানির পর ঠিক হবে আদালত এই বিষয়ে নির্দেশ দেবে কিনা জানালেন বিচারপতি পট্টনায়কের সিঙ্গেল বেঞ্চ।
প্রসঙ্গত,২০২৪ সালের ঘাটাল আসনের লোকসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায়। নির্বাচনে একাধিক দূর্নীতির আশ্রয় নেওয়া, অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের বিরুদ্ধে।মামলায় মোট সাত জন পক্ষ রয়েছে।সবাইকে নোটিশ দেওয়ার নির্দেশ।