Under pressure before the derby, Mahesh was knocked out
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ডার্বির আগেই দুঃসংবাদ ইস্টবেঙ্গল শিবিরে। এমনিতেই দলের বিদেশিরা তেমন ছন্দে নেই। আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে কোন চার বিদেশিকে মাঠে নামানো যায় সেই নিয়েও চিন্তায় রয়েছেন অন্তর্বর্তি কোচ বিনো জর্জ। এই আবহেই এবার আরও বড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল দল। চোটের জন্য দু সপ্তাহ মাঠের বাইরে চলে গেলেন দলের অন্যতম সেরা ভারতীয় মুখ নাওরেম মহেশ সিং। কার্লেস কুয়াদ্রাতের দলের মাঝমাঠের ভরসা ছিলেন তিনি। প্রায় প্রতি ম্যাচেই নন্দকুমার, সাউল ক্রেসপো, মাদিহ তালালদের পাশে তিনি খেলতেন, দিতেন নিজের সেরাটা। যদিও ডার্বিতে তো বটেই,পরের দুই ম্যাচও মহেশের খেলা নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল