ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ‘ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ। এই পরিস্থিতিতেও সরকার হাত গুটিয়ে বসে আছে।’ এই অভিযোগকে সামনে রেখে আগামিকাল, বুধবার থেকে সপ্তাহব্যাপী আন্দোলনে নামছে বঙ্গ বিজেপি।
বিজেপির সল্টলেক অফিসে সাংবাদিক সম্মেলন করে এ রাজ্যের বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘কলকাতা-সহ রাজ্যের জেলায় জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়ছে। মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের। এখনও পর্যন্ত রাজ্যের চল্লিশ হাজারেরও বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত। ডেঙ্গি মোকাবিলায় সরকারের পদক্ষেপের দাবিতে বুধবার থেকে রাজ্যজুড়ে আমরা আন্দোলনে নামছি।’’
আরও পড়ুন-রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যভবনে শুভেন্দু, পুলিশকে ‘সাবধান’ করলেন !
বঙ্গ বিজেপি নেতৃত্বের কথায়, ‘‘কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন পুরসভা, পুরনিগম স্বাস্থ্য কেন্দ্র ব্লক এবং বিভিন্ন স্বাস্থ্য আধিকারিকদের অফিসের সামনে ধরনা, অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হবে। কোথাও এই কর্মসূচি করবে দলের যুব মোর্চা কোথাও বা চিকিৎসক সেল-সহ দলের অন্যান্য মোর্চা নেতৃত্ব।’’
আরও পড়ুন- এই আদিবাসী জনজাতি বড়ই অদ্ভুত; স্নানে রয়েছে নিষেধাজ্ঞা, আর যা যা হয়, শুনলে অবাক হবেন !
কতজন ডেঙ্গিতে আক্রান্ত, কতজনের মৃত্যু হয়েছে, কতজনের রক্ত পরীক্ষা করা হয়েছে সহ বিভিন্ন বিষয়ে রাজ্য সরকার তথ্য গোপন করছে বলেও সুর চড়ায় রাজ্য বিজেপি। ডেঙ্গি মোকাবিলায় সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ও পরিকাঠামো তলানিতে ঠেকেছে বলে দাবি বঙ্গ পদ্ম শিবিরের। সরকারি কিংবা বেসরকারি হাসপাতালগুলিতে বেডের আকাল। কেন্দ্রীয় সরকারকেও এ রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকেও সঠিক তথ্য দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য।
Published by:Siddhartha Sarkar
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dengue, West Bengal BJP