DELL has announced layoffs, the number of layoffs could be as high as 12,500
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আগেই অনুমান করা হয়েছিল যে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে ২০২৪ জুড়ে কমপক্ষে ৪৪ শতাংশ ছাঁটাইয়ের একটি তরঙ্গ থাকবে। যাইহোক, এটি বাস্তবে পরিণত হতে সময় লাগেনি। এরই মধ্যে আবার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে ডেল। ইউ এস ভিত্তিক প্রযুক্তি কোম্পানি ডেল এর ঘোষণায় অশনি সংকেত কর্মী মহলে। তবে এখনো পর্যন্ত কত সংখ্যক কর্মী ছাঁটাই করা হবে তার কোন নির্দিষ্ট তালিকা প্রকাশ করা হয়নি। তবে একটি ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে কর্মচারী ছাটাই সংখ্যা সর্বাধিক ১২৫০০ হতে পারে।
অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণেই কর্মী ছাঁটাই হতে চলেছে এই আন্তর্জাতিক বেসরকারি সংস্থায়। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ফলে ক্রমশকর্মীর সংখ্যা কমছে। যারা এই মুহূর্তে আন্তর্জাতিক এই বেসরকারি সংস্থায় কর্মরত রয়েছেন তাদের মধ্য থেকে ছাটাই তালিকা তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে। যাদের ছাটাই করা হবে নির্দিষ্ট একটি বেনিফিট দিয়ে সংস্থা থেকে তাঁদের ছাটাই করা হবে বলে জানা গিয়েছে। গোটা বিশ্বে ডেলের এই নয়া সিদ্ধান্তে পরক্ষ প্রভাব পড়ার আশঙ্কা।আগেও কর্মী ছাঁটাই করেছে আন্তর্জাতিক এই প্রযুক্তি সংস্থা। বিশ্বের বিভিন্ন দেশে ডেল তাদের সংস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরো বেশি করে ব্যবহারে সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ২০২৩ সালের শুরুর দিকেও কর্মী ছাঁটাই হয়েছিল এই সংস্থায়। ভবিষ্যৎ -এ এই কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কর্মক্ষেত্রের পরিসর আরও কমিয়ে দেবে।