Capital Delhi is flooded due to continuous rain. So far 7 people have died due to this.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: টানা বৃষ্টি হচ্ছে। এই ভারী বৃষ্টিতে ডুবে গেছে দিল্লির নিচু এলাকার পথঘাট। কয়েক দিন ধরে চলা বৃষ্টিতে গত বুধবার অর্থাৎ ৩১ জুলাই আরও ভয়ংকর রূপ নেয়। জানা গেছে, ২২ বছর বয়সী এক নারী ও তার তিন বছর বয়সী সন্তানসহ নালায় পড়ে মারা যায়। গুরুগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৩। গ্রেটার নয়ডায় মৃত্যু হয়েছে ২ জনের। এ পরিস্থিতিতেও বৃষ্টি অব্যাহত থাকায় রাজধানীতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে সব স্কুল।
বৃহস্পতিবার আজও মুষলধারে বৃষ্টি হবে বলে জানায় মৌসম ভবন। শহরের কিছু অংশে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় ভারতের আবহাওয়া বিভাগ দিল্লির জন্য সতর্কতা জারি করেছে। হতাহতের ঘটনা এড়াতে বাসিন্দাদের বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। প্রতিটি ঘরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া এবং বিনা প্রয়োজনে রাস্তায় বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
দিল্লির শিক্ষামন্ত্রী অতীশি গত বুধবার (৩১ জুলাই ২০২৪)ঘোষণা করেন, ১লা আগস্ট থেকে শহরের সব স্কুল বন্ধ থাকবে। ছোট শিক্ষার্থীদের নিরাপদ রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে ভারী বৃষ্টির কারণে অন্তত ১০টি ফ্লাইট দিল্লিতে নামতে পারেনি। সেসব পাশের রাজ্যগুলোর বিমানবন্দরে অবতরণ করে। দিল্লির রাস্তায় আটকা পড়েছে অসংখ্য যানবাহন। কিছু হালকা যান জলের স্রোতে ভেসে যেতে দেখা গেছে।