Delhi Capitals saw their second win in the IPL after defeating Lucknow Super Giants.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: লখনউ সুপার জায়েন্টসকে হারিয়ে আইপিএলে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেল দিল্লি ক্যাপিটালস। নবাগত ফ্রেজার ম্যাক গার্ক বলা যায়, দিল্লি কে ২ পয়েন্ট এনে দিলেন। তাও শক্তিশালী লখনউট সুপার জায়ান্টসের বিপক্ষে। প্রথমে ব্যাট করতে নেমে কুলদীপ যাবের স্পিন ভেলকির সামনে চাপে পড়ে যায় লখনউ। ওপেনার লোকেশ রাহুল ৩৯ রান করেন।মিডল অর্ডারে নেমে আয়ুশ বাদোনি করেন ৫৫ রান। ১৬ বলে ২০ রান করেন আরশাদ খান। সেই সৌজন্যেই নির্ধারিত ২০ ওভারে ৭ ক্রিকেটে ১৬৭ রান করে লখনউ। তিন উইকেট নেন কুলদীপ যাদব। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে দেখা যায় দিল্লি ব্যাটারদের। ওপেনার পৃথ্বী শ করেন ২২ বলে ৩২ রান। অধিনায়ক রিষভ পন্থ এদিনও দুরন্ত ক্যামিও খেলেন। ২৪ বলে ৪১ রান করেন তিনি। এরপর নবাগত ম্যাক গার্ক। ৩৫ বলে ৫৫ রান করেন। তাদের ইনিংসের সৌজন্যেই কার্যত জয় নিশ্চিত হয়ে যায় দিল্লির। ১১ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় ক্যাপিটালসরা।