ISL Shield-winning defender Hector Yustek has been picked up by East Bengal.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: মোহনবাগানে খেলা তারকা বিদেশিকে দলে নিল ইস্টবেঙ্গল ক্লাব। আগেই কথাবার্তা এক প্রস্থ হয়েছিল হেক্টরের সঙ্গে। তবে নাম ঘোষণা হয়নি। শেষ পর্যন্ত বাগানের আইএসএল শিল্ডজয়ী ডিফেন্ডার হেক্টর য়ুস্তেকেই দলে নিল লালহলুদ শিবির। দীর্ঘদেহি হেক্টর ডিফেন্সে বড় স্তম্ভ ছিলেন গতবার। একাই প্রায় প্রতি ম্যাচে বাগান রক্ষণের নির্ভরতা দিয়েছিলেন। অত্যন্ত মাথা ঠান্ডা এবং ক্লিন ট্যাকেল করা ফুটবলার, অর্থাৎ অযথা ফাউল করেন না বক্সের সামনে। পাশাপাশি দলকে পিছন থেকে নেতৃত্ব দেন। উঠে গিয়ে গোলও করেন। এবারে এএফসি প্রতিযোগিতায় খেলায় ভালো পারফরমেন্স সত্বেও হেক্টরকে ছেড়ে আরও নামি বিদেশির দিকে ঝোঁকে সবুজ মেরুন, ফলে হেক্টর ফ্রি প্লেয়ার হয়ে গেছিলেন। সেই সুযোগেই তাঁকে তুলে নিলেন লালহলুদ কর্তারা। নিজের দেশের এই ডিফেন্ডারকে বেশ পছন্দ ছিল লালহলুদ কোচেরও। ক্লাবের প্রতিষ্ঠা দিবসের দিনই ষষ্ঠ বিদেশির n ঘোষণা করল ইস্টবেঙ্গল।