3 people fell victim to poisonous gas in the septic tank
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সেপটিক ট্যাঙ্কে নেমে ৩ জনের রহস্যজনক মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের ডেবরায়।
প্রাথমিক অনুমান, ট্যাঙ্কে মজুত করে রাখা চোলাই মদ থেকে বিষাক্ত গ্যাস তৈরি হয়েছিল। সেই গ্যাসের কারণেই মৃত্যু। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সেপটিক ট্যাঙ্কটি ভিতর চোলাই মদ তৈরির সমগ্রী মজুত রাখা হত বলে খবর। এদিন সকালে সেই মজুত করা মহুল তুলতে প্রথমে ট্যাঙ্কে নামে সুজন সোরেন নামে এক নাবালক। তাঁকে উঠতে না দেখে নামেন মালিক বদ্যিনাথ হেমব্রম। তারপর নামেন বাপী বাস্কে। পর পর তিনজন নামার পর কেউ উঠে না আসায় গ্ৰামবাসীদের সন্দেহ তীব্র হয়। ভিতরে কিছু একটা ঘটেছে অনুমান করে গ্ৰামবাসীরা ট্যাঙ্কের ঢাকনা ভেঙে ফেলেন। এর পরই তিনজনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।