West Bengal’s DA case hearing postponed again in Supreme Court
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল পশ্চিমবঙ্গের ডিএ মামলার শুনানি। প্রায় চার মাস পরে সোমবার দেশের সর্বোচ্চ আদালতে ডিএ মামলার শুনানি ছিল। বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল। তবে এদিন ফের পিছিয়ে গেল শুনানি।
আদালতের পর্যবেক্ষণ, দীর্ঘ শুনানির প্রয়োজন। মেরিটে শুনানির প্রয়োজন। তাই শুনানি পিছোল বিচারপতি হৃষিকেশ রায়ের বেঞ্চে ফের। এই মামলায় বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। পুজোর আগে শুনানির আবেদন করেছেন মামলাকারীরা।
কেন্দ্রীয় হারে এবং বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএর দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। ২০২২ সালের ২০ মে উচ্চ আদালত রাজ্যকে কর্মচারীদের কেন্দ্রের সমতুল ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয়। হাই কোর্টে জয়ী হয় রাজ্য সরকারি কর্মীদের কনফেডারেশন, ইউনিটি ফোরাম এবং সরকারি কর্মচারী পরিষদ। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য।