December 13, 2024 8:25 pm

২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 13, 2024 8:25 pm

২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Cyclone Fengle: বুধবার দুপুর থেকেই দাপট দেখাবে ঘূর্ণিঝড় ‘ফেঙ্গল’! স্কুল-কলেজ বন্ধ

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

A final alert has been issued across Tamil Nadu over Cyclone ‘Fengal’.Schools and colleges are closed

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : নয়া এই ঘূর্ণিঝড়ের নাম ‘ফেঙ্গল’। নামকরণ করেছে সৌদি আরব। আইএমডি সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি চেন্নাই থেকে প্রায় ৭২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পন্ডিচেরি থেকে ৬৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে রয়েছে।

সময় যত গড়াচ্ছে ধেয়ে আসছে স্থলভাগের দিকে। দুপুরেই তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে স্থলভাগে আছড়ে পড়বে বলে খবর।ঝড়কে কেন্দ্র করে ইতিমধ্যে তামিলনাড়ু জুড়ে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় এদিনই প্রশাসনের সর্বোচ্চ কর্তাব্যক্তিদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। রাজ্যজুড়ে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। তিরুভারুর, মায়িলদুথুরাই, নাগাপ্পাটিনাম এবং কুড্ডালোর জেলার নীচু এলাকার বাসিন্দাদের ইতিমধ্যে সেখান থেকে সরানো হয়েছে। জেলাগুলিতে পৌঁছেছেন এনডিআরএফ এবং রাজ্যের টিম।

আট জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাগাপট্টিনম, তিরুভারুরের মতো উপকূলবর্তী জেলায় মঙ্গলবার থেকেই আবহাওয়া পরিস্থিতির অবনতি হয়েছে। তাই মঙ্গলবার থেকেই সেখানে স্কুল-কলেজ বন্ধ।বুধবার থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু পন্ডিচেরি ও করাইকাল এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহের মাঝামাঝি অন্ধপ্রদেশ ইয়ানাম রায়লসীমাতে। অন্যদিকে আগামী ২৪ ঘন্টায় ঘন কুয়াশার সম্ভাবনাও সতর্কতা হিমাচল প্রদেশের বেশ কিছু এলাকায়।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top