Indirect impact will be in Bengal.Obstacles will come in the way of winter.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বুধবার দুপুর থেকেই দাপট দেখাতে পারে ঘূর্ণিঝড় ফেঙ্গল। মঙ্গলবার বেলা যত গড়িয়েছে ধীরে ধীরে গভীর নিম্নচাপ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে খবর। সোমবার রাত থেকেই তামিলনাড়ুতে শুরু হয়েছে বৃষ্টিপাত।
ফেঙ্গলের নাম সামনে আসতেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে বাংলায় কী দাপট দেখাবে ঘূর্ণিঝড়? আবহাওয়া দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, অতি গভীর নিম্নচাপের পরোক্ষ প্রভাব পড়বে বাংলায়। পরোক্ষ প্রভাব হিসেবে বাধা আসবে শীতের পথে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপকূলের চার জেলায়। শনিবার থেকে সোমবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা জারি হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দুই ২৪ পরগনার মত উপকূলবর্তী জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রভাব পড়বে পাহাড়েও। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপের জেরে শুক্রবার থেকে শীতের আমেজ কমতে পারে দুই বঙ্গে।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রির ঘরে। আগামী শনিবার পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আগামী ৩ দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে খবর। নভেম্বরের শেষে রাতের তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।