Control room is also opened for 24 hours in Navanna. Helpline number is 033-22143526.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সাইক্লোন ‘দানা’-র মোকাবিলার জন্য প্রস্তুত প্রশাসন। জেলায় জেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। একইসঙ্গে নবান্নেও ২৪ ঘণ্টার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। বৃহস্পতিবার রাতে নবান্নে থেকেই রাজ্যের সার্বিক পরিস্থিতির উপর নজর রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের হেল্প লাইন নম্বরটি হল ০৩৩-২২১৪৩৫২৬।
‘দানা’-র প্রভাবে কোনও সমস্যা হলে এই নম্বরটিতে ফোন করে সাহায্য চাইতে পারবেন সাধারণ মানুষ। পাশাপাশি তিনি সতর্ক করেছেন, কোনও গুজবে কান দেবেন না।বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেই তিনি বলেন, ‘আজ নবান্ন থেকে পরিস্থিতির উপর আমি নজর রাখব। বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা কাজ করবেন। ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল না হওয়া পর্যন্ত মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবও আমার সঙ্গে গোটা পরিস্থিতির উপর নজর রাখবেন।’
নবান্নের তরফে জানানো হয়েছে, ৩ লাখ ৫৬ হাজার ৯৪১ জনকে চিহ্নিত করা হয়েছে যাঁদের উপকূলবর্তী নিচু এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি যে কোনও সমস্যায় সাহায্যের জন্য জেলায় চালু হওয়া হেল্প লাইন নম্বরগুলিতে ফোন করতে পারবেন সাধারণ মানুষ। ব্লকে ব্লকে চালানো হবে নজরদারি। আয়লার মতো ভয়াবহ সাইক্লোনের স্মৃতি থেকে পাওয়া শিক্ষা নিয়ে এখন আরও সতর্ক প্রশাসন।