“The state government has completely failed to provide security to women,” quipped the governor
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা দেশ। পথে নেমেছেন সাধারণ মানুষ। দোষীদের শাস্তি চেয়ে গোটা দেশ সামিল হয়েছিল এক প্রতিবাদ মিছিলে। সেই সুরেই সুর মেলালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার নিয়েছে সিবিআই। আর তারপরই কোমর বেঁধে ময়দানে নেমেছেন গোয়েন্দারা।
এই প্রেক্ষিতে রাজ্যপাল বলেন “রাজ্যের সরকার মেয়েদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। বাংলায় মহিলারা আর সুরক্ষিত নন কোনওভাবেই। সমাজ নয়, বর্তমান সরকার তার নারী শক্তিকে হারিয়ে দিয়েছে। বাংলায় তার গৌরব ফিরিয়ে আনা উচিত যেখানে মহিলাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সমাজে সম্মানজনক স্থান ছিল… মহিলারা এখন ‘গুন্ডা’ দের ভয় পায়, এই ইস্যু সংবেদনশীল, কিন্তু তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ সরকার।”আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণ-মৃত্যুর ঘটনায় নিহত চিকিৎসকের বাবা-মায়ের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “আমি মায়ের অনুভূতিকে সম্মান করি। আইন তার গতি নেবে…।”