The governor asked what action the state has taken against the two police chiefs
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রাজ্যের দুই পুলিশ কর্তার বিরুদ্ধে রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে এবার তাই জানলে চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রাজ্যপালের অভিযোগের পর অমিত শাহের দফতর থেকেই পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের নোটিশ জারি করা হয়েছিল। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে রাজ্যপাল পোস্ট করে জানান, রাজ্যের কাছে তিনি জানতে চেয়েছেন নিজের ক্ষমতা অনুযায়ী যে রাজ্য সরকারের তরফ থেকে ঠিক কি ব্যবস্থা নেওয়া হয়েছে দুই পুলিশ কর্তার বিরুদ্ধে। এছাড়াও চোপড়ার ঘটনা নিয়েও তিনি প্রশ্ন করেছেন, পুলিশ আদৌ কোনও ব্যবস্থা নিয়েছে, নাকি সিবিআই তদন্ত হওয়ার উচিত। পুলিশ কর্তার বিরুদ্ধে রাজ্যপালের অভিযোগ ছিল ইচ্ছাকৃতভাবে রাজভবনের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করেছেন তাঁরা।