In front of Calcutta University Go Back slogan to the Governor, black flag is shown
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: তৃণমূল ছাত্র পরিষদ এর বিক্ষোভের মুখে রাজ্যপাল সিভি আনন্দ বোস। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন টিএমসিপি সদস্যরা। এমনকি কালো পতাকাও রাজ্যপাল বোসকে দেখানো হয়। যা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজস্ট্রিট ক্যাম্পাসে। ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের শীর্ষ আধিকারিকরা। কোনও রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আজ বৃহস্পতিবার পিএইচডি ডিগ্রি প্রাপকদের হাতে মানপত্র তুলে দিতে বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠাানে যোগ দিতেই এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল বোস। বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে আছেন রাজ্যপাল। তবে এদিন তাঁর বিশ্ববিদ্যালয়ে ঢোকার ক্ষেত্রে যেভাবে গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখানো হয়েছে তাতে অস্বস্তিতে কলকাতা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
তৃণমূল ছাত্র পরিষদ এর দাবি, রাজ্যপাল সিভি আনন্দ বোস কোনও নিয়ম মানছেন না। এক জন উপাচার্যকে একেবারে অবৈধ ভাবে বিশ্ববিদ্যালয়ে বসিয়ে রেখেছেন বলে দাবি। ফলে, মানপত্র প্রদানের অনুষ্ঠানের আড়ালে ঘুরপথে সমাবর্তন করা হচ্ছে বলে অভিযোগ। তারা আরও অভিযোগ করেন যে, কয়েকজন অধ্যাপক ছাড়া অন্যদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। বুধবার এই বিক্ষোভের ডাক দিয়েছিল রাজ্যের শাসকদলের ছাত্র সংগঠন।