Al-Nasser’s defeat from Ronaldo in the final of the Saudi Cup!
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ১ গোলে জিততে জিততে ৪-১ গোলে হার, মাথা গরম করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি সুপার কাপের ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল করে এগিয়ে দিয়েছিলেন দলকে। ভেবেছিলেন প্রথমার্ধে তার করা গোলের সৌজন্যে পাওয়া লিড হয়ত ধরে রাখবে দল। কিন্তু কোথায় কি, দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে গোল খাওয়া শুরু হল আল নাসেরের। আল হিলাল ৫৫ মিনিটে সমতায় ফেরে মিলিঙ্কোভিচের গোলে। এরপর হ্যাটট্রিক করে যান আল হিলালের ফুটবলার মিত্রোভিচ, আর তাতেই হেরে যায় রোনাল্ডোর দল। মাঠের মধ্যেই কখনও নিজের দলের ডিফেন্ডারদের দিকে ঘুমিয়ে পড়ার কথা বলছিলেন রোনাল্ডো, আবার কখনও বিভিন্ন অঙ্গভঙ্গি দেখিয়ে জড়ালেন বিতর্কে।