Portugal defeated Poland in the Nations League match
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বয়স বাড়ছে না কমছে বোঝা মুশকিল। তিনি পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল নাসেরের জার্সিতে গোল করেই চলেছেন। এবার জাতীয় দলের জার্সিতেও তাঁকে রোখা গেল না। পোল্যান্ডের বিরুদ্ধে গোল করে জেতালেন দলকে। নেশনস লিগের ম্যাচে ৩-১ গোলে রবার্ট লেওনডোস্কির পোল্যান্ডকে হারাল সিএরসেভেনের দল। ম্যাচের ২৬ মিনিটে বার্নার্ডো সিলভার গোলে এগিয়ে গেছিল পর্তুগিজরা। ৩৭ মিনিটে ব্যবধান ২-০ করেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৭৮ মিনিটে অবশ্য একটি গোল পরিশোধ করে দেয় পোলিশরা পিয়টন জিয়েলেনস্কি গোল করেন। কিন্তু কিছুক্ষণ পরই সেম সাইড গোল করে বসেন পোল্যান্ডের জান বেদনারেক। সেই সুবাদেই ৩-১ গোলে ম্যাচ জিতে নেয় পর্তুগাল।